‘নক অফ’ নামের নতুন একটি কোরীয় ধারাবাহিকে অভিনয় করছেন কিম সি ইউন। এতে আরেক কোরীয় জনপ্রিয় অভিনেতা কিম সু হিয়োনের বিপরীতে দেখা যাবে তাঁকে।
কোরীয় সংবাদমাধ্যম অসেনে খবরটি প্রকাশ্যে আসার পর সি ইউনের এজেন্সি গোল্ড মেডালিস্টের এক কর্মকর্তা জানিয়েছেন, ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সি ইউন। তিনি ইতিবাচকভাবে বিষয়টি দেখছেন।