গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে টঙ্গীর মিরাশপাড়া এলাকার ‘পেট্রিওয়েট ইকো অ্যাপারেল এক্সেসরিজ লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যজন সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যান।