Sunday, December 22, 2024

সিরাজগঞ্জে খালাস করা হচ্ছে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান

বাণিজ্যসিরাজগঞ্জে খালাস করা হচ্ছে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান

ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান সিরাজগঞ্জে খালাস শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। এরপর সকাল ৯টায় সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে খালাস কার্যক্রম শুরু হয়। পেঁয়াজের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভারত থেকে আমদানি করা ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে।

সিরাজগঞ্জ শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি এসে পৌঁছেছে। এরপর সেগুলো খালাস হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles