Sunday, December 22, 2024

‘সান্তোসে ফিরছি’: ড্রেসিংরুমে প্রতিশ্রুতি দিয়ে এলেন নেইমার

খেলা‘সান্তোসে ফিরছি’: ড্রেসিংরুমে প্রতিশ্রুতি দিয়ে এলেন নেইমার

নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জন নতুন নয়। সময়–সুযোগ পেলে প্রায়ই সাও পাওলোর ক্লাবটিতে ঘুরতেও যান ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে, সৌদি আরবের আল হিলাল ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যাবেন নেইমার। যোগ দেবেন বার্সেলোনার বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে।

তবে মায়ামি নয়, নেইমার শেষ পর্যন্ত সান্তোসেই ফিরছেন। ক্লাবটির ড্রেসিংরুমে গিয়ে বর্তমান খেলোয়াড়দের এই প্রতিশ্রুতি নিজেই দিয়ে এসেছেন নেইমার। তিনি বলেছেন, ‘২০২৫ সালে আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই সান্তোসে ফিরছি।’

নেইমারের সান্তোসে ফেরার প্রতিশ্রুতির খবরটি দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল। রোববার সাও পাওলোর শীর্ষ প্রতিযোগিতা পলিস্তার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় সান্তোস–পালমেইরাস। উরবানো কালদেইরা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি নিয়ে যান নেইমার। তার আগে যান সান্তোসের লকাররুমে। সেখানে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেইমার বলেন, ২০২৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরছেন তিনি। সেখানে উপস্থিত সান্তোস বোর্ডের এক সদস্য ইউওএল–কে বিষয়টি নিশ্চিত করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles