Sunday, December 22, 2024

চীনে বিশ্বনাট্য দিবসের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত

বিনোদনচীনে বিশ্বনাট্য দিবসের কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত

এবার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট আইটিআইয়ের বিশ্বনাট্য দিবস কেন্দ্রীয়ভাবে পালিত হয়েছে চীনের লাংফাওতে। গত ২৭ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিত এ আয়োজনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কাউন্সিল সভায় বাংলাদেশ আইটিআইয়ের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ বাংলাদেশ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। বিশেষ আমন্ত্রণে আইটিআইয়ের সাম্মানিক বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদারও যোগ দেন। তিনি ও আইটিআই ডিরেক্টর জেনারেল টোবিয়াস বিয়ানেকানে বিভিন্ন অনুষ্ঠানে আইটিআইয়ের প্রতিনিধিত্ব করেন।
লাংফাওর নবনির্মিত সিঙ্ক রোড ইন্টারন্যাশনাল আর্ট সেন্টারের বিশাল কমপ্লেক্সে বিশ্বনাট্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠান, চারটা কি-নোট সেশন ও তিনটা প্যানেল আলোচনা হয়। গালা নাইটে চিলি, ফ্রান্স, পোলান্ড, কিউবা ও চীনের শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles