Sunday, December 22, 2024

চট্টগ্রামে ১৩ মায়ের মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু

বাংলাদেশচট্টগ্রামে ১৩ মায়ের মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু

চট্টগ্রামে সন্তান জন্মদানে দুই মাসে—ফেব্রুয়ারি ও মার্চে ১৩ জন মায়ের মৃত্যু হয়েছে। এভাবে মায়ের মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত পর্যালোচনা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১১ সদস্যের কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির প্রধান চমেক অধ্যক্ষ সাহেনা আক্তার সভাপতিত্ব করেন। সভায় যেসব হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটেছে, তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসব প্রতিনিধির কাছে এ বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয়। এ পর্যন্ত মারা যাওয়া প্রসূতি বা মায়ের হাসপাতালে ভর্তি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ওষুধের ব্যবহার, কার্যক্রমগুলো পর্যালোচনা করার জন্য রোগীর সব তথ্য দেওয়ার জন্য বলা হয় প্রতিষ্ঠানগুলোকে।

সভায় উপস্থিত সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত ২ মাসে অস্ত্রোপচারের পর ১৩ জন মায়ের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আরও কয়েকজন চিকিৎসা নিচ্ছেন। এসব রোগী কেন মারা গেল, তাঁদের ভর্তি থেকে শুরু করে সবকিছুর বিষয়ে তথ্য চাওয়া হয়। এসব তথ্য দেওয়ার পর পর্যালোচনা কমিটি পুনরায় বসবে। কী ওষুধ ব্যবহার করেছিল, তা–ও পর্যালোচনায় আনা হবে।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles