Monday, December 23, 2024

নির্বাচনের খরচ তুলতে চাওয়া সংসদ সদস্যের পক্ষে-বিপক্ষে নাটোরে কর্মসূচি, উত্তেজনা

বাংলাদেশনির্বাচনের খরচ তুলতে চাওয়া সংসদ সদস্যের পক্ষে-বিপক্ষে নাটোরে কর্মসূচি, উত্তেজনা

দ্বাদশ সংসদ নির্বাচনে খরচ করা ১ কোটি ২৬ লাখ টাকা তুলতে চাওয়া নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালামের সংসদ সদস্য পদ বাতিলের দাবির পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট ও বাজার এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।

পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে দুই পক্ষের কর্মসূচি শেষ হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালঞ্চি রেলগেট এলাকায় উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের সমর্থকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। তাঁরা বর্তমান সদস্য আবুল কালামের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন। অন্যদিকে মালঞ্চি বাজারে বর্তমান সংসদ সদস্যের সমর্থকেরা পাল্টা কর্মসূচি পালন করেন। একই সময়ে একই এলাকায় দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হলে সেখানে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।

সাবেক সংসদ সদস্যের কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম (ঠান্ডু)। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইনছার আলী প্রমুখ। বক্তারা বলেন, সংসদ সদস্য আবুল কালাম প্রকাশ্যে দুর্নীতি করে নির্বাচনের খরচ তোলার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের আইন ও সংসদ সদস্যের শপথ ভঙ্গ করেছেন। তাঁরা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের কাছে তাঁর সংসদ সদস্য পদ ও আওয়ামী লীগের পদ বাতিলের দাবি জানান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles